আতঙ্কবাদের মাস্টারমাইন্ড লাদেন ‘অন্ধভক্ত’ অলকার ! জানাজানি হতেই কি প্রতিক্রিয়া জানালেন অলকা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ওসামা বিন লাদেন, যার দাপটে গোটা বিশ্ব কাঁপত একসময়ে, যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও বেগ পেতে হয়েছে বছরের পর বছর, তিনি নাকি বলিউডের জনপ্রিয় গায়িকার ডাইহার্ড ফ্যান ৷ লাদেনের অ্যাবোটাবাদ বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট সামনে আসতেই চমকে যায় নেটপাড়াও ৷ চমকে যান ‘তু শায়ের হ্যায়’ গায়িকাও ৷

সম্প্রতি গায়িকা অলকা ইয়াগনিকের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ সেই ভিডিয়োতে উঠে আসে ওসামা বিন লাদেনের কথা। যিনি নাকি অলকা ইয়াগনিকের প্রথম সারির অনুরাগী ছিলেন ৷ নয়ের দশকে হিন্দি সিনেমা অলকার গান ছাড়া ছিল অসম্পূর্ণ ৷ একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের ৷

বিশ্বজুড়ে গায়িকার অনুরাগীর সংখ্যা লাগে গুনলেও কম হবে ৷ কিন্তু লাদেন গায়িকার অনুরাগী ! এমনটা শুনে একটু যেন ঘাবড়ে গিয়েছিলেন অলকা ৷ সাক্ষাৎকারে সাংবাদিকের কথা শুনে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে বুঝতে পারছিলেন না কী বলবেন। 2011 সালে লাদেনের মৃত্যুর পর সেই ঘটনা সামনে আসে। লাদেনের পাকিস্তানের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় শতাধিক অলকার রেকর্ড উদ্ধার হয় বলে জানা যায় ৷

 

সেই সময় এই ঘটনা সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল ৷ যা শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন শিল্পী অলকা। ভাইরাল হওয়া সাক্ষাৎকারের ভিডিয়োতে দেখা যায়, শিল্পীর গানের অনুরাগী লাদেন এমনটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে যান অলকা ৷ এরপর তিনি পাল্টা প্রশ্ন ছোঁড়েন, জানতে চান এতে তাঁর দোষ কোথায় ? সাংবাদিক বলেন, “ওসামা বিন লাদেনের বাড়ি থেকে একাধিক অলকার গান গাওয়া রেকর্ড উদ্ধার হয়েছে ৷ তিনি নম্বর ওয়ান ফ্যান ছিলেন ৷ এটা আপনি জানেন ?”

এমনটা শুনে অলকা ঘাবড়ে যান ৷ তারপর নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করেন, “এটা কি আমার দোষ ?” এমনটা শুনে সাংবাদিক জানান, না এটা দোষেক কিছু নয় বরং ওএমজি-র মতো বিষয় ৷ এমনটা শুনে অলকা বলেন, “তিনি ওসামা বিন লাদেন হন বা যেই হন, তার মনের মধ্যে কোথাও হয়তো শিল্পীসত্তা ছিল… এখন সে যদি আমার গান পছন্দ করত, সেটা তো ভালো বিষয় ৷ তাই না?”

ওসামা বিন লাদেন আতঙ্কবাদের মাস্টারমাইন্ড ৷ বিশ্বের তাবড় তাবড় কূটনীতিবিদদের নাকানিচোবানি খাইয়েছেন ৷ তিনি ভারতের অলকা ইয়াগনিকের ডাই হার্ড ফ্যান শুনে অবাক হন নেটিজেনরা ৷ লাদেনের বাড়িতে কম্পিউটারে অজয় দেবগণ-কাজল অভিনীত ‘প্যায়ার তো হোনা হি থা’ ছবির গান ‘আজনবি মুঝকো ইতনা বতা’, সলমন খান-মাধুরী দীক্ষিত অভিনীত ‘দিল তেরা আশিক’ ও উদিত নারায়ণের কণ্ঠে ‘জানে তমান্না’ ছবির ‘তু চাঁদ হ্যায় পুনম কা’ গানের প্লে-লিস্ট উদ্ধার হয় ৷ পাশাপাশি নার্সারি রাইমস ও ফিফা ওয়ার্ল্ড কাপের হাইলাইটের রেকর্ডও উদ্ধার হয় ৷

সিআইএ (CIA)-র তরফে জানানো হয়েছিল, লাদেনের সিক্রেট প্লে-লিস্ট উদ্ধার হয়েছে অ্যাবোটাবাদের বাড়ি থেকে ৷ সেখানে অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, কুমার শানুর একাধিক বলিউড গানের রেকর্ড পাওয়া যায় ৷

আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন

আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন