Bangla News Dunia, Pallab : ভারতের অর্থনৈতিক উন্নতির পথে আরো একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারীকরণ নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই জল্পনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) ৩১% স্টেক বিক্রির সিদ্ধান্ত। কেন্দ্র ও LIC একসঙ্গে তাদের অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
আইডিবিআই ব্যাঙ্কের স্টেক বিক্রির পরিকল্পনা | IDBI Bank |
বেশ কিছু সূত্র মারফত খবর, ২০২৬ অর্থবর্ষের প্রথমদিকেই আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণের কাজ সম্পন্ন হবে। বর্তমানে এলআইসির ৩০.২৪% এবং কেন্দ্রীয় সরকারের ৩০.৪৮% শেয়ার রয়েছে এই ব্যাংকের উপরে, যা এবার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিচ্ছে সরকার। এই প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই চূড়ান্ত বিনিয়োগকারীদের নির্বাচন করা হবে এবং চুক্তি দ্রুত সম্পন্ন হবে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কেন বেসরকারিকরণ করা হচ্ছে?
কেন্দ্র সরকার বারবার বলে এসেছে যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে শক্তিশালী করতে এবং বাজার থেকে অর্থ সংগ্রহ করতে বেসরকারিকরণ ছাড়া অন্য কোন বিকল্প নেই। বিনিয়োগ এবং জনসম্পদ পরিচালনা দপ্তরের সচিব জানিয়েছেন, আইডিবিআই ব্যাংক বিক্রির মাধ্যমে সরকার মোট ৪৭ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চাইছে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই অর্থ কোন নির্দিষ্ট খাতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং, এটি সরকারি কোষাগারকে আরো শক্তিশালী করবে এবং দেশের আর্থিক পরিকাঠামোকে আরো উন্নত করবে।