Bangla News Dunia, Pallab : বর্তমানে ইন্টারনেট ছাড়া মানুষ প্রায় অচল হয়ে পড়েছে। তাই বর্তমানকালে ইন্টারনেটের রিচার্জ প্ল্যান বেশি হওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছি। শুধু তাই নয় প্রথমদিকে ইন্টারনেট ফ্রি থাকলেও দিনে দিনে সেই ইন্টারনেটের রিচার্জ প্ল্যান এর দাম পালিয়ে চলেছেন বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এখন হচ্ছে ইন্টারনেট। তাই মানুষ অন্যান্য জিনিসের মতেও এই ক্ষেত্রে কম দামে ভালো ইন্টারনেট খুঁজে বেড়াই। আজ তাই এমন এক প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে খুব স্বল্প টাকায় আপনি অনেক দিনের ফ্রি সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
বর্তমান দিনে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের প্রতিযোগিতা করেই চলেছেন। তবুও ভারতের অন্যতম নেটওয়ার্ক ব্যবস্থার দিক থেকে এগিয়ে রয়েছেন ভারতের অন্যতম সংস্থা রিলায়েন্স জিও। বর্তমানে যত কোম্পানি রয়েছে সব থেকে কম টাকায় রিচার্জ প্ল্যান দিতে আগ্রহী এই কোম্পানি। ক্ষণে ক্ষণে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে জিও কোম্পানি। এবার জিও গ্রাহকদের জন্য এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে আসলো যা গ্রাহকদের কপালে ভাস তুলবে।
সাধারণত জিওর বিভিন্ন রিচার্জ প্ল্যান রয়েছে তবে তার মধ্যে কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি খুবই ন্যূনতম রিচার্জে বহুদিন পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে। এবার জিও-র এমন একটি প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে মাত্র ৭৫ টাকায় ২৩ দিন পর্যন্ত ফ্রি সুবিধা পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের হাতে। তবে এই সস্তা প্ল্যান সম্পর্কে অনেকের অজানা থাকলেও অনেকেরই আবার জানা রয়েছে। আসুন তাহলে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে আরো সবিস্তারে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সম্প্রতি দেশের অন্যতম সরকারের টেলিকম সংস্থা bsnl এর তরফে বহু রিচার্জ প্ল্যান আপডেট করা হয় যার প্রভাব বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার উপর পড়ে। কিন্তু এসব বেসরকারি সংস্থাগুলির মধ্যে জিও বিএসএনএল কোম্পানিকে টেক্কা দিয়ে আরো নতুন রিচার্জ প্ল্যান আপডেট করেন। জিওর এই প্ল্যান গুলি সাধারণ মানুষের চোখ কপালে তুলবে। এক্ষেত্রে সাধারণ প্ল্যানগুলোর পাশাপাশি জিও তার বিশেষ জিও ফোনের জন্য নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে।
সম্প্রতি জিওর রিচার্জ প্ল্যানগুলি দেখতে গিয়ে দেখা যায় মাত্র ৭৫ টাকায় ২৩ দিন পর্যন্ত নানা পরিষেবা দেওয়া হচ্ছে। তবে কেবল কলিং এর জন্য আনলিমিটেড সুবিধা দেওয়া হচ্ছে এমনকি এক্ষেত্রে ইন্টারনেট পরিষেবায় অবশ্যই আনলিমিটেড পরিষেবা দেওয়া হচ্ছে না। দৈনিক ১০০ এমবি করে ইন্টারনেট পরিষ্কার দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ২০০ এমবি ফ্রি ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ মাসে আড়াই জিবি ইন্টারনেট পরিষেবা সঙ্গে মোবাইল এসএমএস ফ্রি দেওয়া হচ্ছে এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে।