মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় জীবন বিমা নিগম (LIC) দেশের বৃহত্তম জীবন বিমা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির মানুষের জন্য বিমা সুবিধা প্রদান করে আসছে। এবার LIC মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম বিমা সখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জীবন বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবেন।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

বিমা সখী প্রকল্প কী?

বিমা সখী প্রকল্পের লক্ষ্য হল এক বছরের মধ্যে 100,000 মহিলাকে বিমা এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা। তিন বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 200,000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধুমাত্র বিমা পলিসি বিক্রি করেই উপার্জন করতে পারবেন না, বরং প্রথম তিন বছর তারা বিশেষ আর্থিক সহায়তাও পাবেন।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

বিমা সখী প্রকল্পের সুবিধা ও উপার্জন ব্যবস্থা

এই প্রকল্পের অধীনে মহিলারা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং বিমা বিক্রির উপর কমিশন পাবেন। ভাতার কাঠামো নিম্নরূপ:

প্রথম বছর: প্রতি মাসে ₹7,000

দ্বিতীয় বছর: প্রতি মাসে ₹6,000

তৃতীয় বছর: প্রতি মাসে ₹5,000

এর পাশাপাশি, বিমা পলিসি বিক্রির উপর কমিশন প্রাপ্তির সুযোগও থাকবে, যা বিক্রয়ের পরিমাণের ওপর নির্ভর করবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন