Bangla News Dunia, Pallab : সোমবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এদিন সাক্ষাতেই ভারতীয় বংশোদ্ভুত তুলসীকে মহাকুম্ভের গঙ্গাজল উপহার দেন প্রধানমন্ত্রী। প্রতি উপহার হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেন তুলসী গ্যাবার্ড। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠকের কয়েক ঘন্টা পরেই এই বৈঠকটি হয়। বৈঠকে উঠে আসে মার্কিন মুলুকে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর ভারত বিরোধী কার্যকলাপ।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
তাঁদের এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুন নিজে একজন মার্কিন নাগরিক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তার ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপ পরিচালনা করেন। তাই তুলসীর সঙ্গে বৈঠকে পান্নুন ও শিখস ফর জাস্টিসের প্রসঙ্গ তোলাটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
তুলসী গ্যাবার্ড তাঁর বহুজাতিক সফরের অংশ হিসাবে আড়াই দিনের ভারত সফরে এসেছেন। ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-এর বার্ষিক সম্মেলন ‘রাইসিনা ডায়ালগ’-এ যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন তিনি। রবিবার তিনি নিউ দিল্লিতে এসে পৌঁছান। এরপর তিনি গোয়েন্দা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের পর গ্যাবার্ডের এই ভারত সফরে আসা। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় বিদেশ সফর। এর আগে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।