মাত্র ৫০ হাজারে স্কুটি কিনুন, এই অফার হাতছাড়া করবেন না

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ola electric scooter

Bangla News Dunia, Pallab : বাড়ি থেকে বেরোলেই বর্তমানে বাহনের প্রয়োজন, তবে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের নতুন বাহন কেনার মত সামর্থ্য থাকে না। তাই বর্তমানে একাধিক ইন্সুরেন্স কোম্পানি EMI মাধ্যমে গাড়ি কেনার জন্য লোন প্রদান করে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় দুই চাকার বাহন চালানো বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও পেট্রোল ডিজেলের বাহনে অতিরিক্ত দূষণের কারণে বর্তমানে ইলেকট্রিক বাহনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ভারত সরকার ইলেকট্রিক বাহন এর দিকে বিশেষ নজর দিয়েছে। তাই বর্তমানে বেশ কয়েকটি ইলেকট্রিক বাহন সংস্থা নতুন নতুন ইলেকট্রিক বাহন উৎপাদন শুরু করেছে। তার মধ্যেই অন্যতম একটি দুই চাকার বাহন সংস্থা জেলিও ইবাইকস (Zelio Ebikes)। এই সংস্থা বর্তমানে দেশের যুবক-যুবতীদের জন্য ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

কোম্পানির নতুন মডেলটির নাম লিটল গ্রেসি (Little Gracy)। এই স্কুটি লঞ্চ করার পর থেকে দেশজুড়ে বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে। তাই আগামীতে যারা স্কুটি নেওয়ার কথা ভাবছেন তারা এই ইলেকট্রিক স্কুটি নিতে পারেন। এই স্কুটির বিশেষত্ব হলো মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে দৈনিক চালিয়ে যেতে পারবেন। নিম্নে এই স্কুটি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

ইস্কুটির বিশেষত্ব:

জেলিও ইবাইকস (Zelio Ebikes) যুবক-যুবতীদের জন্য যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছেন এই লিটল গ্রেসি ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র ৪৯,৫০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যা বর্তমানে বিভিন্ন ব্যাটারি কনফিগারেশন অফার করে থাকেন। এই স্কুটিতে ৪৮ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লিড-অ্যাসিড ব্যাটারি যুক্ত এন্ট্রি-লেভেল মডেল ফুল ৭-৮ ঘন্টা চার্জ দিলে ৫৫-৬০ কিমি রেঞ্জ প্রদান করে। এছাড়া আপনারা যদি ৫২,০০০ টাকা মূল্যের ইলেকট্রিক স্কুটি ক্রয় করেন তাহলে সেটি ৬০ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিড-অ্যাসিড ব্যাটারির মিড-টায়ার ভার্সন ৭০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। চার্জিং টাইম ৭ থেকে ৯ ঘন্টা।

অন্যদিকে, ৬০ ভোল্ট/৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি মডেলটি ৮-৯ ঘন্টা চার্জ করলে ৭০-৭৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। টপ মডেলটির দাম ৫৮,০০০ টাকা (এক্স-শোরুম)। লিটল গ্রেসির সমস্ত স্কুটিতে ভেরিয়েন্টে একটি বিএলডিসি মোটর রয়েছে যার ফলে এই স্কুটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। স্কুটারটির ওজন মাত্র ৮০ কেজি এবং এটি ১৫০ কেজি ওজন বহন করার ক্ষমতা রাখে। স্কুটি কোম্পানির দাবি, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে আপনাদের মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

লিটল গ্রেসি (Little Gracy) স্কুটি বর্তমানে চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে, গোলাপী, বাদামী/ক্রিম, সাদা/নীল এবং হলুদ/সবুজ রঙের। এছাড়াও এই স্কুটারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, কীলেস ড্রাইভিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ এবং একটি অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম রয়েছে। তাই যারা আগামীতেই স্কুটি কেনার কথা ভাবছেন তারা লিটল গ্রেসি স্কুটি ক্রয় করতে পারেন। এই স্কুটি ক্রয় করে আপনারা অধিক অর্থের সাশ্রয় করতে পারবেন। এছাড়া ওই স্কুটি সংক্রান্ত আরো যাবতীয় তথ্য পেতে আপনারা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনারা স্কুটি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন