Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গরমে চুলকানির সমস্যায় ভুগছেন ? গরম কালে চুলকানির সমস্যা আরও বাড়তে থাকে। আর এই চুলকানির ফলে ত্বকে র্যাশ, লালচে ভাব ও ত্বক ফুলে ওঠে। নানা কারণে চুলকানি হতে পারে। এছাড়াও সাধারনত অ্যালার্জি থেকেই বেশির ভাগ ক্ষেত্রে চুলকানি শুরু হয়। আর এই সমস্যা বেশ কষ্টদায়ক। এর থেকে বাঁচতে অনেকে মলম লাগায়। কিন্তু কিছু ঘরোয়া টিপস আছে যার দ্বারা আপনি মুক্তি পেতে পারেন।
দেখুন মুক্তির উপায় ——
১. চন্দন বেটে চুলকানির জায়গায় ভালো করে লাগিয়ে নিন। আর মিনিট ১৫ পর তা শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন সমস্যা কমবে।
২. কয়েকটি তুলসি পাতা নিয়ে তা বেটে নারকেল তেলে মিশিয়ে মালিশ করুন। সেই প্যাকের মধ্যে থাকা তুলসি ত্বকে ব্যাক্টেরিয়াকে মারতে সাহায্য করে।
৩. চুলকানি দূর করতে নিম পাতা বেটে চুলকানির স্থানে লাগিয়ে নিন। তাছাড়া এটি হলুদের সাথে মিশিয়ে লাগাতে পারেন। দেখবেন চুলকানি কমবে।
৪. এছাড়াও স্নানের কিছুক্ষণ আগে জলে কয়েকটা নিমপাতা ফেলে দিন তারপর ওই জল দিয়ে স্নান করুন।
৫. রোজ স্নানের জলে ১ চামচ বেকিং সোডা ও কয়েক চামচ লেবুর রস মিশিয়ে নিন। যা আপনার ত্বকের র্যাশ থেকে মুক্তি দেয়।
আরো পড়ুন :- সাবধান হেডফোনের ব্যবহার আপনার জীবনে আনতে পারে মারাত্মক বিপদ
৬. অ্যালোভেরা ত্বকের জ্বালা ও চুলকানি কমায় ও ত্বককে ঠান্দা করে। তাই অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে লাগান।
এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1.গরমে চুলকানির সমস্যায় ভুগছেন ?
2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন
#Health #Skin