Bangla News Dunia, দীনেশ : ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটি ছুঁয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। এতদিন পর পৃথিবীতে ফেরার পরও তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটছে না। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীর সঙ্গে নতুন করে নিজেদের সহজাত করে তুলতে তাঁদের বেশ খানিকটা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তাই তাঁদের শারীরিক পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ৪৫ দিনের বিশেষ পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA)।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় দীর্ঘদিন সেখানে থাকার ফলে শরীরে তার নেতিবাচক প্রভাব পড়ে। শরীরের রোগ প্রতিরোধশক্তিও দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ওজন। পা মাটির সংস্পর্শে দীর্ঘদিন না আসায় পায়ের তলাও শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায়। ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে বলে মনে করা হচ্ছে। নানা শারীরিক পরীক্ষা করা হবে সুনীতাদের। সেই কারণে তাঁদের হিউস্টনে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যাতে তাঁরা আবার সহজাত হয়ে উঠতে পারেন, সেই প্রচেষ্টা করা হবে সেখানে। এখন থেকে সেখানে রোজ দু’ঘণ্টা করে চলবে শারীরিক এবং মানসিক কসরত। আগামী ৪৫ দিন চলবে এই প্রক্রিয়া।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
প্রসঙ্গত, এদিন ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ নিরাপদেই ফ্লোরিডা (Florida) উপকূলের সমুদ্রের জলে নামে সুনীতাদের মহাকাশযান। সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ১৭ ঘণ্টার সফর শেষ করে নভশ্চররা নির্বিঘ্নেই পৃথিবীর মাটিতে পা রাখায় স্বস্তিতে সকলে।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন