ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কোচবিহার জেলার সীতাই ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় Community Resources Person পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে কোচবিহার জেলার সমস্ত সিতাই ব্লকের বাসিন্দা হতে হবে। মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের জন্য বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং, সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি অব্যশই মনোযোগ সহকারে পড়বেন।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

নিয়োগকারী সংস্থা : সিতাই ব্লক অফিস, কোচবিহার

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে গত 10.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে Community Resources Person পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নূন্যতম স্নাতক পাস থাকতে হবে। এর পাশাপাশি গণিত বোঝার দক্ষতা থাকতে হবে ও কম্পিউটার বা ল্যাপটপ চালাতে জানতে হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের সংস্থার অফিসিয়াল নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদ রয়েছে 5টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। তারজন্য অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেই ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি, একটি মুখবন্ধ থাকে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সমস্যার মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা (Addres for Application Submission) :

কোচবিহার ব্লক ডেভেলপমেন্ট অফিস

নিয়োগ পদ্ধতি (Selection Process) : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এবং গ্রুপ আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন