সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি মমতার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নিরাপদে ফিরলেন সুনীতারা। উচ্ছ্বসিত গোটা বিশ্ব। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে আমাদের দেশে। ‘ভারতকন্যা’কে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ‘দীর্ঘদিন বাদে সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত।’ বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে (ভারতীয় সময়) স্পেসএক্সের মহাকাশযান অবতরণ করে।

মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক স্পেস সেন্টারে গিয়েছিলেন সুনীতারা। বদলে থাকতে হয়েছে নয় মাস। মমতা বলেন, ‘আপনাদের সাহস, আপনাদের প্রত্যাবর্তন, সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন