Bangla News Dunia, Pallab : ভারত সফরে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ঘুরে দেখলেন পার্লামেন্ট। নতুন বছর শুরু হতেই ভারত সফরে এসেছেন তিনি। তিন বছরে এই নিয়ে টানা তিন বার এদেশে পা রাখলেন বিল গেটস।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
বুধবার দিল্লিতে গেটস ফাউন্ডেশনের ২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার। অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তাঁদের মধ্যে স্বাস্থ্য়, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিল গেটস। এরপর তিনি চলে যান, পার্লামেন্টে। সেখানে একাধিক সাংসদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন। পাশাপাশি, সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় রাসায়নিক মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও।