নাগপুর হিংসার মাস্টারমাইন্ড গ্রেপ্তার, কে এই ফাহিম খান ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Manipur Violence

Bangla News Dunia, Pallab : মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে সম্প্রতি হিংসা ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur Violence)। এই ঘটনায় এক ব্যক্তিকে মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করল পুলিশ। অভিযুক্তের নাম ফাহিম খান। অভিযুক্ত ব্যক্তিই সেদিনের ঘটনার মূলে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

নাগপুর পুলিশ (Nagpur Police) সূত্রে জানা গিয়েছে, হামলার পরিকল্পনা ও উসকানি দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফাহিম খানকে। তিনি মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির (Minority Democratic Party) অঞ্চল সভাপতি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, ঘটনার রাতে দুই জায়গায় ষড়যন্ত্র করে অশান্তি ছড়িয়েছিলেন ফাহিম। অশান্তির উদ্দেশে ঘণ্টাখানেক আগে থেকে লোক জমা করেছিলেন তিনি। আগামী শুক্রবার পর্যন্ত পুলিশ হেপাজতে থাকতে হবে তাঁকে।

প্রসঙ্গত, মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়ায় মহারাষ্ট্রের নাগপুরে। সোমবার রাত থেকেই হিংসার আগুন জ্বলছে সেখানে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। পরিস্থিতি সামলাতে জারি করা হয় কার্ফিউ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। দায়ের হয়েছে একাধিক মামলা।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন