উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে ? জানিয়ে দিলো সংসদ সভাপতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : শেষ হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025। পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়ে দিলেন কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক ফলাফল 2025 (HS Result Date 2025 West Bengal)। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মার্চ মাসের 3 তারিখ আর তা শেষ হলো 18ই মার্চ 2025। পরীক্ষা শুরু হয় সকাল 10 টায় আর শেষ হয়েছে দুপুর 1টা বেজে 30 মিনিটে। পরীক্ষার মোট সময় 3 ঘন্টা 15 মিনিট।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

2025-2026 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলছে সেমিস্টার সিস্টেমে। অর্থাৎ এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটি ধাপে। এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পাশাপাশি শেষ হয়ে গেলো পুরনো নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

এদিন পরীক্ষা শেষে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর বক্তব্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 – মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে। যদিও নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়, তবে তিনি নিশ্চিত করেছেন যে, মে মাসের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ফলাফল 2025।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন