বারুইপুরে শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের ! ফিরলেন বিরোধী দলনেতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচি ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur)। এদিন রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিলের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। কর্মসূচিতে বিজেপি (BJP) বিধায়কদেরও থাকার কথা ছিল। জানা গিয়েছে, শুভেন্দু সেখানে পৌঁছোতেই উত্তেজনা বাড়ে এলাকায়। তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বিবাদ শুরু হয়। শুভেন্দুর অভিযোগ, তাঁর গাড়িতে হামলা করা হয়েছে। এনিয়ে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন বিজেপি নেতা।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

জানা গিয়েছে, এদিন বিজেপির কর্মসূচির পাশাপাশি তৃণমূলেরও কর্মসূচি ছিল। পুরাতন বাজার এবং শিবানী পীঠ এলাকায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছিল। বিরোধী দলনেতার অভিযোগ, তিনি বারুইপুরে পৌঁছোতেই গাড়িতে হামলা চালানো হয়। তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। কালো পতাকা দেখানো হয় তাঁকে। এছাড়া ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে অভিযোগ বিজেপির। ধস্তাধস্তির সময় বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিজেপির তরফে বলা হয়েছে, বিকেল ৩টে পর্যন্ত তৃণমূলকে মাইক বাজানোর অনুমতি দেওয়া থাকলেও তা মানা হয়নি। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তৃণমূলের দাবি, বিজেপির অন্দরেই অন্তর্দ্বন্দ্ব ছিল। উত্তেজনা সৃষ্টি হওয়াকে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত ক্ষোভ বলে ব্যাখ্যা করছে তৃণমূল। এদিকে এদিনের ঘটনার প্রতিবাদে ২৭ মার্চ পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করার ডাক দিয়েছে পদ্ম শিবির।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন