Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বারবার সুব্রহ্মণ্যমই কেন নাগেদের টার্গেট ? 12 বার কামড়েছে 50 বছরের প্রৌঢ় সুব্রহ্মণ্যমকে ৷ তাঁর যখন বয়স 20 তখন প্রথম তাঁকে সাপে কাটে ৷ ত্রিশ বছরে সুব্রহ্মণ্যমকে যতবার সাপে কাটলেও তিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ততবারই ৷ এমনকী অন্ধ্রপ্রদেশের চিত্তুরের এই বাসিন্দা ঘর-বাড়ি ছেড়ে চলে গিয়েছেন অন্য রাজ্যে ৷ কিন্তু, বেঙ্গালুরুতেও গিয়েও সাপ সুব্রহ্মণ্যমকে ভোলেনি ৷
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুম্মারগুন্টা গ্রামের সুব্রহ্মণ্যম সাপের কামড়ের ভয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন। আর এতবার সাপে পিছু নিলে সেটাই তো স্বাভাবিক ৷ তাঁর কথায়, সাপ যেন সুব্রহ্মণ্যমকে শত্রুর মতো তাড়া করে। তিনি পেশায় একজন শ্রমিক। দৈনিক শ্রমিকের কাজ করেই পেট চলে তাঁর এবং পরিবারের। বর্তমানে সাপের কামড় খেয়ে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। যদিও পরিবারের লোকজন জানাচ্ছেন, এটা নতুন কিছু নয়। এমনটাই হয় প্রতিবারই ৷ কিন্তু এতবার হাসপাতালে চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের ৷
আরও পড়ুন:- আয়ুর্বেদিক পদ্ধতিতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পান। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন
সাপ কেন সুব্রহ্মণ্যমকে বারবার কামড়ায় ? তিনি যেখানেই যান না কেন, যে কাজ করুন না কেন, সাপ যেন তাঁর পিছু ছাড়ে না। যেন পুরনো কোনও শত্রুতা রয়েছে। পাড়া-প্রতিবেশীদের দাবি, বারবার প্রতিশোধ নিতেই ফিরে আসে সাপেরা। এই দীর্ঘ সময়ে বহু বিষাক্ত সাপের কামড় খেয়েছেন সুব্রহ্মণ্যম। যে তালিকায় রয়েছে কোবরাও। বহুবার প্রাণ সংশয় হয়েছে। আবার সুস্থ হয়েও উঠেছেন। কখনও কখনও এক বছরে 4-5 বার তাকে সাপে কেটেছে ৷ যদিও পরিবারের সদস্যরা সাপের পিছু ছাড়ানোর জন্য কম পুজার্চনা করেননি, তবুও নাগেদের টার্গেট 50 বছরের এই প্রৌঢ়ই ৷
গ্রাম ছাড়তেও রেহাই পাননি সুব্রহ্মণ্যম- জানা গিয়েছে, সাপের কামড় থেকে বাঁচতে সুব্রহ্মণ্যম বেঙ্গালুরুে চলে যান। সেখানে শ্রমিকের কাজে যোগ দেন ৷ কিন্তু তাতে থোরােই পাত্তা সাপেদের ! ফের তাঁকে দংশন করে নাগেরা ৷ তবে হাসপাতালে নিয়ে যেতেই তিনি বেঁচে যান। কয়েকদিন আগে, মাঠে কাজ করার সময় আবারও সাপে কামড়ায় তাকে ৷ তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, সুব্রহ্মণ্যম আপাতত সুস্থ ৷
আরও পড়ুন:- কাকভোরে সমুদ্রে সুনিতাদের সফল অবতরণ, দেখুন গায়ে কাঁটা দেওয়া VIDEO
আরও পড়ুন:- বোনাস নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বিস্তারিত জেনে নিন