ক্রিকেটপ্রেমীদের জন্য নয়া চমক ! সম্পূর্ণ বিনামূল্যে IPL দেখা যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab :  ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। একেবারে ফ্রিতে আইপিএল ২০২৫ (IPL 2025) দেখা যাবে। হ্যাঁ, তাও আবার রিলায়েন্স জিও এই সুযোগ এনে দিচ্ছে। আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা মরসুম।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

এই টুর্নামেন্টকে আরো উপভোগ্য করতে জিও আনছে বিশেষ একটি অফার, যেখানে ৯০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্য জিও হটস্টার’-এ দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে কীভাবে এই সুবিধা পাবেন চলুন বিস্তারিত জেনে নেই। 

৯০ দিনের জন্য ফ্রিতে আইপিএল দেখার সুযোগ

রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে যে, কোন গ্রাহক যদি ২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করেন তাহলে তিনি জিও হটস্টার’-এ ৯০ দিন বিনামূল্যে আইপিএল ২০২৫ এর সব ম্যাচ দেখতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোন খরচ করা লাগবে না।

এই অফার পেতে হলে আপনাকে ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে রিচার্জ করতে হবে। তবে যারা ইতিমধ্যেই রিচার্জ করে ফেলেছেন, তাদের জন্য রয়েছে একটি সহজ উপায়। তারা মাত্র ১০০ টাকার একটি অ্যাড-অন প্ল্যান রিচার্জ করলেই মিলবে এই সুবিধা। 

নতুন গ্রাহকদের জন্য চমক

শুধু পুরনো গ্রাহকদের জন্যই নয়, যারা নতুন করে জিওর সিম নেবেন তারাও এই অফারের আওতায় আসবেন। নতুন গ্রাহকরা ২৯৯ টাকার একটি রিচার্জ করলেই ৯০ দিনের জন্য বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ পাবেন। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন