Bangla News Dunia, Pallab : রাজ্যে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল জনগণ যাদের উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বিশেষ করে এই প্রকল্প তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে করে তোলা। কাজেই রাজ্য সরকারের এই প্রকল্প অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে বহু রাজ্য এই ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে জল্পনার শেষ নেই।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
লক্ষীর ভান্ডার প্রকল্পের সুনাম
রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য নানা রাজ্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। এক্ষেত্রে রাজ্যের মহিলারা বিশেষত যারা সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরির তারা প্রতিমাসে ১ হাজার টাকা করে পাই এবং এস সি ও এস টি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা পেয়ে থাকে। এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে ঢুকে থাকে। এবার সোশ্যাল মিডিয়ায় প্রতি মাসে ২ হাজার টাকা এ প্রকল্পের ভাতার পরিমাণ হওয়ার খবর শোনা যাচ্ছে। আসলে কি তা সত্যি? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ২,০০০ নিয়ে জল্পনা
তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াই একটি খবর ঘুরে বেড়াচ্ছে যাতে বলা হয়েছে রাজ্যের মহিলাদের অর্থাৎ যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রয়েছেন তারা নাকি প্রতিমাসে ২০০০ টাকা পেতে চলেছেন। এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, রাজ্য সরকার কর্তৃক এমন কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি।