বছর ঘুরতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ ! কী কী সাবধানতা মেনে চলবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বছর ঘুরতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ ! শারীরিক দূরত্ব বিধি, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়েই কেটেছে গত বছর। সেপ্টেম্বর পর্যন্ত সংক্রমণের হার ছিল সর্বোচ্চ। দৈনিক প্রায় ১ লাখ মানুষ করোনায় সংক্রমিত হচ্ছিলেন। কিন্তু তারপর আস্তে আস্তে সংক্রমণের হার অনেকটাই কমে। কিন্তু মার্চ থেকে আবার সংক্রমণের হার বাড়ছে। দৈনিক সংক্রমণ প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

সেক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। কী কী সাবধানতা অবলম্বন করবেন —–

১. গত ১ বছর ধরে আমরা বার বার হাত ধোওয়া বা স্যানিটাইজ করার অভ্যাস করেছি। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বাইরে থাকলে যদি সাবানের ব্যবস্থা না থাকলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

technical coching

২. বাড়ির বাইরে সব সময় মাস্ক ব্যবহার করবেন। পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় মাস্কের বিষয়টি ভুলে গেলে চলবে না। সঠিক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

৩.  প্রতিদিন জামা কাপড় পরিষ্কার করে কেচে নিতে হবে।

৪. ভিড় অবশ্যই এড়িয়ে যান। যে অনুষ্ঠানে বেশি মানুষ আসবে যেখানে অনেক বেশি ভিড়, সেখানে কোনও ভাবেই যাওয়ার প্রয়োজন নেই।

৫. হাঁচি, কাশি, জ্বরের মতো অন্যান্য করোনার উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

আরো পড়ুন :- গরমে চুলকানির সমস্যায় ভুগছেন ? দেখে নিন মুক্তির উপায়

৬. করোনায় সংক্রমিত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিলে প্রভাব কম হয়েছে।

তাই সচেতন থাকুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Highlights

1. বছর ঘুরতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ ! 

2. তাই সচেতন থাকুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন