লন্ডন সফরে কী কী করছেন বাংলার মুখ্যমন্ত্রী? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় সময় রবিবার দুপুরেই লন্ডন পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এবারের সফরে  ৪ দিনের কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার থেকে পর পর অনুষ্ঠান। ২৪ মার্চ সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা  বাংলার মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বাণিজ্য সম্মেলন রয়েছে। বুধবারও সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের আগে কয়েক জন ভারতীয় শিল্পপতি লন্ডনে পৌঁছবেন বলে খবর। এরপর বৃহস্পতিবার অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি। শুক্রবার ২৮ তারিখ ফেরার উড়ান ধরার কথা রয়েছে তাঁর। লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:- ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে UPS স্কিম, কারা পাচ্ছেন এই পেশনের সুবিধা? বিস্তারিত জানুন

লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিংহাম প‍্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই হোটেল। এর আগেও লন্ডনে এসে এখানেই থেকেছেন তিনি। হাঁটতে গিয়েছেন কাছের পার্কেও। ২২ মার্চ শনিবার সকালে কলকাতা থেকে লন্ডনে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে লন্ডনের হিথরোয় অগ্নিকাণ্ডের জেরে সেই সফরের সময় কিছুটা পিছিয়ে যায়। বিকেলের পর কলকাতা থেকে রওনা হন। রাতের বিমানে দুবাই পৌঁছন। সেখান থেকেই ভোরের দিকে বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হন।

রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী।  হোটেলে পৌঁছে  মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রস্থ বৈঠক করেন মুখ‌্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব বা তাঁর প্রিন্সিপ‌্যাল সেক্রেটারি গৌতম সান‌্যালের সঙ্গে। কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্পসচিব বন্দনা যাদব, সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে । এছাড়া এবার লন্ডন সফরে মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:- এই ৭ কারণেই AC-তে আগুন লাগে, বিস্ফোরণ এড়াতে জরুরি বিষয় জেনে রাখুন

আরও পড়ুন:- গিজার পিরামিড ঘিরে নতুন রহস্য ঘনীভূত। কি জানতে পারলেন গবেষকেরা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন