রাজ্য সরকার কর্মীদের DA মামলার তারিখ ঘোষণা, আগাম জানাল সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আপডেট আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য ফের একবার সুপ্রিমকোর্টে DA মামলার শুনানি উঠতে চলেছে। যদিও রাজ্য সরকারি কর্মীরা দিয়ে নিয়ে বহুদিন ধরে মামলার সঙ্গে জড়িত রয়েছেন তবে ধীরে ধীরে সে মামলা দুর্বলতার কবলে পড়তে চলেছে। এদিকে যদিও রাজ্য সরকারি কর্মীরা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের চক্কর কাটছেন অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে অষ্টম পে কমিশন সহ বকেয়া দিয়ে দিতে চলেছে আগামী বছর থেকে। 

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

যেখানে আগামী বছর থেকে কেন্দ্র সরকার থেকে কর্তৃক অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে এবং জানুয়ারি মাস থেকে সেটা লাগু করতে চলেছে। অনাদিকে রাজ্য সরকার তো সপ্তম পে কমিশন দেওয়া পরের কথা বকেয়া ডিএ নিয়ে বহুদিন ধরে সরকারি কর্মীদের ঝুলিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চললেও প্রায় ১৪ বার এই মামলার শুনানি সময়ের অভাবে পিছিয়ে পড়েছে। ঠিক এই কারণে অনেকটাই হতাশায় ভুগছেন সরকারি কর্মচারীরা। 

তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে হয়তো এই মামলার শুনানি হতে চলেছে অতি শীঘ্রই। জানা গিয়েছে চলতি মাসের ২৫ তারিখ সুপ্রিম কোর্টের ফের একবার এই মামলার শুনানি তারিখ ধার্য করা হয়েছে। ঐদিন সময় মত মামলা উঠলে মামলার শুনানি হতে পারে এমনটাই জানা যাচ্ছে। 

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন