ফেব্রুয়ারি মাসে জন্মানো ব্যাক্তিরা কেমন হয় জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  জ্যোতিষ শাস্ত্র মতে , কোনো জাতক জাতিকার জন্ম মাস তার ব্যাক্তিত্ব ও ভাগ্য নির্ধারণে সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্র মতে , জন্মবার , জন্মসময় , জন্মমাস দেখে কোনো জাতক ও জাতিকার ভাগ্য সমন্ধে বলে দেওয়া যায়।  চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে জন্মানো মানুষরা সাধারণত কেমন হয়ে থাকেন।

যাদের ফেব্রুয়ারি মাসে জন্ম তার সাধারণত খুব উদার ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। এরা অত্যান্ত সহজ ও সরল স্বভাব পছন্দ করেন। এদের অনেকের মধ্যে নিজের কাজ হাসিল করবার জন্য অন্যকে ব্যবহার করবার প্রবণতা দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন :- মার্চ মাসে জন্মানো মানুষরা কেমন হয়ে থাকে জানুন

এই মাসে যাঁরা জন্ম গ্রহণ করেন তাদের মধ্যে যে কোনো কাজে একাগ্রতা লক্ষ করা যায়। এরা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন , তাই অনেকেই এদের অপছন্দ করেন। এই সকল জাতক জাতিকারা জটিল স্বভাবের মানুষের সাথে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন। এরা সকলকে উপদেশ দিতে পছন্দ করেন।

niladri misra

এই মাসে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এদের হঠাৎ বিবাদের যোগ দেখতে পাওয়া যায়। এরা নিজের সঙ্গীর সাথে অনায়াসে সমস্ত সমস্যা কাটিয়ে উঠে মধুর সম্পর্কে ফিরে যেতে পারেন। যাদের মধ্যে মনোসংযোগের ক্ষমতা প্রচুর পরিমানে থাকে। এরা কোনো সমস্যায় পড়লে তা বাইরে প্রকাশ করেন না। ফেব্রুয়ারিতে জন্মানো জাতক জাতিকারা অত্যান্ত শৃঙ্খল পরায়ণ হয়ে থাকে।

আরো পড়ুন :- মঙ্গলবার জন্মানো মানুষরা কেমন হয় জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন