Bangla News Dunia, দীনেশ :- হামাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে উত্তর গাজায়। শত শত ফিলিস্তিনি সেই বিক্ষোভে যোগ দিয়েছেন। তাঁরা হামাস বিরোধী স্লোগানও দিচ্ছেন। জঙ্গি সংগঠনটিকে ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, বেইত লাহিয়া এলাকায় বহু মানুষ ‘হামাস গাজা ছাড়ো’ এবং ‘হামাস সন্ত্রাসবাদী’ স্লোগান দিচ্ছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ‘যুদ্ধ বন্ধ কর’ এবং ’আমরা শান্তিতে বাঁচতে চাই’ – লেখা পোস্টারও দেখা গিয়েছে কিছু বিক্ষোভকারীর হাতে।
আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন
একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও কে এর উদ্যোক্তা, তা এখনও জানা যায়নি। এক বিক্ষোভকারী বললেন, ‘আমি জানি না কে এই বিক্ষোভের আয়োজন করেছেন। আমি অন্যদের থেকে খবর পেয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলাম। যুদ্ধ যথেষ্ট হয়েছে।’
আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রতিবাদী একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘টানা যুদ্ধে মানুষ ক্লান্ত। হামাস গাজায় ক্ষমতা ছেড়ে দিলে যদি সমস্যার সমাধান হয়, তাহলে জনগণকে রক্ষার জন্য কেন তারা সেটা করছে না?’ অন্য একটি ভিডিওতে জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েক ডজন লোককে টায়ার জ্বালিয়ে যুদ্ধ বন্ধের দাবি জানাতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন
ইজরায়েল এবং হামাসের মধ্যে ১৭ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মাঝে প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর ফের সেখানে সামরিক অভিযান শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০,০২১ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে সরব হলেন ফিলিস্তিনিরা।