অন্যদেশে ঢুকে রাষ্ট্রদ্রোহীদের হত্যা ! RAW-কে নিষিদ্ধ করার দাবি মার্কিন কমিশনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- বিদেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার যড়যন্ত্রে (Plots against Sikh separatists) জড়িত ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (RAW)। এই অভিযোগ তুলে ‘র’-কে নিষিদ্ধ করার দাবি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (US Commission on International Religious Freedom)। এমনকি ভারতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন

মঙ্গলবার মার্কিন কমিশনের বার্ষিক রিপোর্টে এই বিষয়গুলি প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে। রিপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকেও নিশানা করা হয়েছে। গত বছরের নির্বাচনে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়েছে মোদি ও বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন

raw

২০২৩ সাল থেকেই আমেরিকা ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ‘র’-এর বিরুদ্ধে। প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধেও ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল আমেরিকা। যদিও প্রথম থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে ভারত সরকার। কিন্তু মার্কিন কমিশনের মতে, ভারতে ধর্মীয় স্বাধীনতা তলানিতে ঠেকেছে। তাই মার্কিন প্রশাসনের কাছে ভারতকে ‘বিশেষ উদ্বেগের রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করার দাবিও জানানো হয়েছে কমিশনের রিপোর্টে। যদিও ভারতের তরফে এখনও এই মার্কিন কমিশনটির রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন