Bangla News Dunia, Pallab : লন্ডন সফরের চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মর্নিং ওয়াকের সঙ্গী হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা লন্ডনেই পড়াশোনা করেছেন, এখন চাকরিও করেন সেখানে। লন্ডন আইয়ের কাছে ফ্ল্যাটও নিয়েছেন বাংলার মহারাজ। সৌরভ নিজেও মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটান লন্ডনে। মুখ্যমন্ত্রীর সফরের সময় মেয়ের সঙ্গেই ছিলেন ডোনাও। আজ বুধবার সৌরভ এসে পৌঁছবেন লন্ডনে। আগামীকাল কেলগস কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় সৌরভ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিন সরকারি স্তরে বাংলা ও ব্রিটেনের মধ্যে সচিব স্তরে বাণিজ্য বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত সচিব স্তরেই এই বৈঠক হবে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
তার আগে চিরাচরিত নিয়ম মেনে মর্নিং ওয়াকে বের হলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় থাকলে প্রতিদিন ট্রেডমিলে হাঁটেন। আর জেলা সফরে গেলে হাটতে বের হন। বিদেশ সফরেও যে কয়েকবার এসেছেন প্রাত্যাহিক রুটিনে অবশ্যই থেকেছে হন্টন। শুধু যে নিজেই হাঁটেন তাই নয়, সফরসঙ্গী সাংবাদিকরা কারা হাঁটছেন কতটা হাঁটছেন তারও খোঁজ নেন। এদিন অবশ্য লন্ডনের রাস্তায় পার্লামেন্ট স্কোয়ারে গান্ধীমূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। ডোনার সঙ্গে কিছু গল্প গুজবও চলে হাঁটতে হাঁটতে।