Bangla News Dunia, অজয় দাস :- পন্ডিত চাণক্যের মতে বন্ধু হলো সেই মানুষ যে বিপদের সময় সর্বদা পাশে থাকে ও ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। একজন সঠিক বন্ধু সর্বদা আপনাকে সঠিক পরামর্শ দেবে। সত্যিকারের বন্ধু হলো সেই যে বন্ধুর ভুল ধরিয়ে দেয় ও ভুল করা থেকে বিরত রাখে। সর্বদা বন্ধুর সুখ – দুঃখে অংশ নেয়। এই গুণগুলি যেই মানুষের মধ্যে আছে তাকে সত্যিকারের বন্ধু করতে পারেন।
১. এমন অনেক বন্ধু আছে যারা বিপদে আপনার সাথ দেবেনা , যতক্ষণ আপনার অবস্থান ও অর্থ থাকবে ততক্ষন তারা আপনার সাথে থাকবে। এই সকল লোকেরা আপনার পদ ও সম্পদের জন্য আপনার সাথে বন্ধুত্ব করে থাকে। এরা সুবিধা ভোগী বন্ধু নয়।
আরো পড়ুন :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! বিস্তারিত পড়ুন
২. যেই সকল বন্ধু সব কাজেই আপনার প্রসংশা করে তাদের থেকে দূরে থাকুন। এমন কি তারা আপনার কোনো ভুল কাজের ও প্রসংশা করে থাকে। যত তাড়াতাড়ি সম্বভ এই সকল বন্ধুদের থেকে দূরে চলে যান।
৩. যারা প্রকৃত বন্ধু তারা আপনার খারাপ সময়ে আপনাকে ভরসা দেবে। এরা আপনার সবকাজে প্রসংশা করবে না তবে আপনার ভালো কাজে এরা গর্ববোধ করবে। এরা কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য খারাপ তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে।
৪. যারা আপনার প্রকৃত বন্ধু তারা আপনার ভুল কাজে আপনাকে বাধা দেবে , আর আপনি না শুনলে নির্দ্বিধায় আপনার থেকে দূরে চলে যাবে। দূরে থাকলেও আপনার খোঁজ খবর নেবে এবং আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে।
আরো পড়ুন :- ডঃ আব্দুল কালামের মহান বানী ! জীবন বদলে দেবে