পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ঋণ অনলাইনে আবেদন ও সুবিধা। বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে নিয়ে আসা এক প্রকল্পের মধ্যে অন্যতম। রাজ্য সরকার সাধারণ জনসাধারণের জন্য যে সকল জনকল্যাণমূলক প্রকল্পের ব্যবস্থা করেছেন, তার মাধ্যমে জনগণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন। রাজ্য সরকার আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছে যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যার মাধ্যমে ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হয় আবেদনকারীকে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প ২০২৫

বর্তমানে চাকরির এই বেহাল অবস্থায় ঘরে ঘরে বেকার যুবক যুবতীদের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যে হারে কর্ম সংস্থান হওয়ার কথা, সেভাবে না হওয়ার জন্য বেকার যুবক যুবতীরা মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের এই ভবিষ্যত ক্রেডিট কার্ড স্কিম। যাতে বেকার যুবক যুবতীরা কিছুটা আর্থিক সহায়তা পায় এবং তার সাথে নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে পারেন।

Bhabishyat Credit Card Scheme 2025

রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে কিছুটা আর্থিক সহায়তার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে তার জন্যই এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প সূচনা করা হয়েছে। আপনিও যদি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছুক হন অথচ আপনার যদি সেই ভাবে মূলধন না থাকে, তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারেন। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাকে ৫ লাখ টাকা দেবে।

আরও পড়ুন:- সন্তানের ব্রেন হবে আইনস্টাইনের মতো, সকালে এই ৬ কাজ করান

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ঋণ সুবিধা ও বয়স

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের প্রায় ২ লাখ যুবক যুবতী এই কার্ডের মাধ্যমে উপকৃত হতে পারবে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। একজন ব্যক্তিকে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে, যার মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সরকার এই ভর্তুকি দিয়ে দেবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পে আবেদনের যোগ্যতা

১) এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শুধু তাই নয়, গত ১০ বছর ধরে পশ্চিম বঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ – ৪৫ বছর হতে হবে।
৩) একজন পরিবার এর অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে যে কোনো একজন আবেদন করতে পারবেন।

৪) যে কোনো ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন।
৫) কোনো গ্যারান্টার ছাড়াই এই লোন আপনি নিতে পারবেন।
৬) আপনি যদি কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি জব করেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৭) আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না।

সরকারি প্রকল্পে আবেদনের দরকারি নথি

  • নিজের পরিচয় পত্র প্রমাণ
  • বসবাসের প্রমান পত্র
  • বয়সের প্রমান পত্র
  • ব্যাংক পাস বই
  • প্যান কার্ড
  • ট্রেড লাইসেন্স

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি

অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে সর্ব প্রথম যুবক যুবতীদের নিকটবর্তী বি ডি ও অফিস/এস ডি ও অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। সেখানে গেলেই অফিসের আধিকারিকরা একটা ফর্ম দেবে। সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করে ডকুমেন্ট জমা করতে হবে। আপনার নথি ও সব তথ্য সঠিক হলে আপনি নির্বাচিত হলেই টাকা পেয়ে যাবেন।

আরও পড়ুন:- পিঠ- কোমরের ব্যথায় ভুগছেন? প্রতিকারের ৫ ঘরোয়া উপায় জেনে রাখুন

আরও পড়ুন:- ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন