বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইউনূসকে চিঠি মোদির, তুলে ধরলেন মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলতে বসেছে বাংলাদেশ (Bangladesh)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি, বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকেও ছোট দেখা হয়েছে। এই আবহেই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সঙ্গে চিঠিতে মুক্তিযুদ্ধের কথা উত্থাপন করে ভারতের অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন মোদি।

আরও পড়ুন:- এই ডিভিশনে বাতিল ও রুট পরিবর্তন একাধিক ট্রেনের, দেখে নিন তালিকা

ইউনূসকে দেওয়া চিঠিতে মোদি লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি দু’দেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে। যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।’ তিনি আরও লেখেন, ‘শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার উপর ভিত্তি করে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ চিঠিতে মোদি যেভাবে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেছেন, তা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- ‘স্তনে হাত দেওয়া…’, ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট কি বললো, জানুন

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ ২০২৫। দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন