নতুন সুভদ্রা যোজনায় মহিলারা ১০০০০ টাকা পাবে। অনলাইনে কীভাবে আবেদন ? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবারে মহিলারা ১০ হাজার টাকা পাবে সুভদ্রা যোজনার মাধ্যমে। সমাজের সকল প্রকার মানুষদের জন্য নানা ধরণের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকার থেকে সকল রাজ্য সরকারের তরফে। আর এই সকল প্রকল্পের মধ্যে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে তাদের মাসিক বা বার্ষিক আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে।

সুভদ্রা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতি মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী অনেক প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে মাসে মাসে বা স্কলারশিপের মাধ্যমে অথবা বিয়ের জন্য টাকা দেওয়া হচ্ছে মহিলাদের। আর এই সকল স্কিমের ফলে অনেকটাই উপকৃত হয়েছেন কোটি কোটি রাজ্যের মহিলারা। আর আজকে আরও এক নতুন প্রকল্প সম্পর্কে আলোচনা করতে চলেছি।

আরও পড়ুন:- সন্তানের ব্রেন হবে আইনস্টাইনের মতো, সকালে এই ৬ কাজ করান

Subhadra Yojana 2025

মুলত বাঙালির ঘোরার জায়গা মানেই দি-পু-দা মানে – দিঘা, পুরী আর দার্জিলিং। আর এই তিন জায়গার মধ্যে অনেক বাঙালি পুরিতেই যেতে বেশি পছন্দ করেন। কিন্তু পুরীর কথা কেন উঠল? এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা সরকারের (Government of Odisha) তরফে নিয়ে আসা হয়েছে। আজকে এই সুভদ্রা যোজনা স্কিম সম্পর্কে সকল তথ্য আপনাদের জানিয়ে দিতে চলেছি।

মহিলাদের জন্য সরকারি প্রকল্প

এই সুভদ্রা যোজনা প্রকল্প উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির তরফে চালু করা হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে সেই রাজ্যের মহিলাদের বছরে ১০০০০ টাকা ৫০০০ – ৫০০০ করে দুই কিস্তিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং ২০ লক্ষের বেশি মহিলারা এই প্রথম কিস্তির টাকা পেয়েও গেছেন। মুলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভুবনেশ্বরে এই প্রকল্পের শুভ সূচনা করেছেন।

উড়িষ্যার সকল মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য মুলত এই সুভদ্রা যোজনা প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পে টাকা পেতে হলে উড়িষ্যার স্থায়ী বাসিন্দা হতে হবে, মহিলারাই এই স্কিমে আবেদন করতে পারবেন, ২১ – ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই স্কিম শুরু করা হয়েছে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখের কম ও যারা কোন সরকারি কাজ করেন না, পরিবারের যে কোন একজন মহিলা এই আবেদন করার যোগ্য।

 

আরও পড়ুন:- পিঠ- কোমরের ব্যথায় ভুগছেন? প্রতিকারের ৫ ঘরোয়া উপায় জেনে রাখুন

আরও পড়ুন:- ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন