মার্চ মাসের শেষে একটানা ৬ দিন ছুটি, দেখে নিন রাজ্যের লম্বা হলি ডে লিস্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মার্চ পাশে শেষে কাজের চাপে বিরক্ত হয়ে পড়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ এই মাসের শেষে মিলছে টানা ৬ দিনের ছুটি (Holiday)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যা আপনাকে দিতে পারে এক পারফেক্ট সর্ট ট্রিপের সুবিধা। তবে কবে, কীভাবে মিলবে এই ছুটি? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

মার্চ মাসের ছুটির তালিকা 

চলতি বছরে মার্চ মাসের ছুটির তালিকায় নজর রাখলে দেখা যাচ্ছে যে, একটানা বেশ কয়েকদিন লম্বা ছুটি রয়েছে। যেমন-

  • ১৪ই মার্চ, বৃহস্পতিবার দোলযাত্রা উপলক্ষে সরকারি ছুটি ছিল। 
  • ২৭শে মার্চ, বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন এবং রাজ্য সরকারের ছুটি। 
  • ৩১শে মার্চ, রবিবার ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত জায়গায় সরকারি ছুটি। 
  • ১লা এপ্রিল, সোমবার ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন উপলক্ষে সরকারি ছুটি। 

এছাড়া ২৯শে মার্চ শুক্রবার এবং ৩০শে মার্চ শনিবার ছুটি হওয়ায় কিছুটা প্ল্যান করলে টানা ছয়দিনের এক সফর করে আসা যেতে পারে। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন