Bangla News Dunia, দীনেশ :- বুধবার এক তথ্যপ্রযুক্তি কর্মী তাঁর স্ত্রীকে খুন করেন। এরপর সুটকেসে স্ত্রীর দেহ ভরে রেখে সেই ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যান। তবে যাওয়ার সময় সেই খুনের কথা ফোনে জানিয়ে যান প্রতিবেশীকে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ঘটনায় অভিযুক্ত রাকেশ রাজেন্দ্র খেদেকারকে পুণে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন
পুলিশ সূত্রে খবর, রাকেশ এবং তাঁর স্ত্রী গৌরি সামব্রে মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে বেঙ্গালুরুতে আসেন তাঁরা। রাজেন্দ্র একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। কাজের সন্ধানে ছিলেন গৌরিও। বুধবার গৌরিকে খুন করে ফ্ল্যাটের দরজা বন্ধ করে পালিয়ে যায় রাজেন্দ্র। তবে পালানর সময় ফোনে এক প্রতিবেশীকে তিনি জানিয়ে দেন খুনের ব্যাপারটা। স্ত্রীকে খুন করার কথাও স্বীকার করে নেন তিনি। এরপরেই ওই প্রতিবেশী আবাসনের মালিককে বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে শৌচাগারে রাখা একটি সুটকেসের ভেতর থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এরপর রাকেশের ফোন ট্র্যাক করে পুণে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জেরার পরেই খুনের নেপথ্যের আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন
আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন