Bangla News Dunia, Pallab : পরপর তিনবার জোরালো ভূমিকম্প (Earthquake) মায়ানমারে (Myanmar)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২, ৭ এবং ৫। কম্পন অনুভূত হয়েছে দিল্লি (Delhi) সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতায় (Kolkata)।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
ন্যশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, ১২টা ২ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে ১২টা ৫৭ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫।
কম্পন এতটাই তীব্র ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। সেখানে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বাড়ি। জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল
এছাড়া কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও। সুন্দরবন এলাকায় যেমন কম্পন বোঝা গিয়েছে। কলকাতাতেও স্বল্প মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।