চাণক্য নীতি , প্রতিটি মানুষের বিপদের দিনে এই কথা গুলো মাথায় রাখা উচিত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়ার বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

তার প্রতিটি বাণী আজ সমান ভাবে কার্যকর। তিনি মানুষের সংকট কালে অথাৎ বিপদের দিনে কিছু কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি তার নীতিতে জানিয়েছেন যে মানুষ যখন সংকটে বা বিপদে পড়েন তখন বেশিরভাগ মানুষই ভেঙে পড়েন , মাথা ঠান্ডা রাখতে পারেন না। চাণক্য বলেছেন , ওই বিপদ কালে প্রতিটি মানুষের উৎসাহিত মাথা ঠান্ডা রেখে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা।

আরো পড়ুন :- চাণক্যের মতে , বন্ধু করবার আগে এই বিষয় গুলি মাথায় রাখুন , নয়তো ঠকতে হবে

সংকট প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো , কোনো না কোনো রূপে এসে থাকে। কিন্তু আপনাকে ওই সংকট কালে ধোর্য ধরে ওই সংকট থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সংকট সারা জীবন থাকবে না তাই সংকট কালে ভেঙে না পরে ধোর্য ধরে এগিয়ে যেতে হবে। যাতে সংকট কেটে যায়।

avilo digital marketing

তিনি তার নীতিতে আরো বলেছেন , প্রতিটি মানুষের উচিত সংকট কালের জন্য আগে থেকেই প্রস্তুত হওয়ার। কারণ সংকট বলে আপনার কাছে আসবে না। তাই সংকট কালের জন্য অর্থ সঞ্চয় করতে শিখুন ও তিনি আরো বলেন অর্থ সঞ্চয়ের সাথে সাথে অযথা অর্থ ব্যায় বন্ধ করাও শিখতে হবে। তবে একা একাই অর্থ সঞ্চয় শুরু হবে। পন্ডিত চাণক্যের মতে , প্রতিটি মানুষের উচিত খুবই সাবধানে অর্থ ব্যায় করা।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন  

আরো পড়ুন :- জীবনে সুখী হতে মেনে চলুন চাণক্য নীতি ! বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন