লোকসভায় পাস ওয়াকফ সংশোধনী বিল, আজ উঠবে রাজ্যসভায় !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকার সম্প্রতি বুধবার লোকসভায় পেশ করল ওয়াক্‌ফ (সংশোধনী) বিল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পেশ করে বলেন, দেশ ও পুরো মুসলিম সম্প্রদায়ের স্বার্থের কথা বিবেচনা করেই সরকার সংশোধিত ওয়াক্‌ফ বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫ পাস হয়েছে। ভোটিং প্রক্রিয়া শেষে লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, বিলটির পক্ষে ২৮৮টি এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়েছে। এখন এটি আজ ৩ এপ্রিল রাজ্যসভায় পেশ করা হবে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

মঙ্গলবার দিনভর বিলটি নিয়ে উত্তপ্ত আলোচনা চলে, যেখানে সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা তাদের মতামত তুলে ধরেন। দীর্ঘ বিতর্কের পর মধ্যরাত পর্যন্ত আলোচনা চলে। এরপর মধ্যরাত ১২টার দিকে ভোটিং প্রক্রিয়া শুরু হয়, যেখানে বিলটির পক্ষে ২৮৮টি ভোট পরে।

ওয়াকফ বিলে কি বড় পরিবর্তন?

ওয়াক্‌ফ সম্পত্তি হলো সেই স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যা আল্লাহর নামে নিবেদিত। পুরোনো আইন অনুযায়ী, কোনো সম্পত্তি ওয়াক্‌ফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন বিলে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি আধিকারিককে। নতুন বিলে অমুসলিমদেরও ওয়াক্‌ফ বোর্ডের সদস্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাধ্যতামূলক করা হচ্ছে মুসলিম নারীদের সদস্য করার ক্ষেত্রেও।

এছাড়াও গতকাল বুধবার লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করল কেন্দ্র সরকার। এই বিলের মাধ্যমে সুন্নি মুসলিমদের পাশাপাশি শিয়া, বোহরা ও আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদেরও ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। এছাড়া, দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি পোর্টালের মাধ্যমে নথিভুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন