Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হল রেশন কার্ড (Ration Card). ভারতীয় জনসাধারণের কাছে এই কার্ড কত গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয়। এই কার্ড থাকলে বিনামূল্যে মেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। তবে এবার রেশন কার্ডের সাথে শুধু দ্রব্য সামগ্রী নয় পাবেন কড়কড়ে ১০০০ টাকা। কিভাবে? জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।
Ration Card Benefits In India
ভারতবর্ষে কাগজের রেশন কার্ড প্রচলিত থাকলেও বর্তমানে ডিজিটাল রেশন কার্ড চালু হয়েছে। যেই কার্ডগুলি আগের রেশন কার্ডগুলিকে প্রতিস্থাপন করবে। শুধু তাই নয়, এও জানা যাচ্ছে যে আধার ভিত্তিক যাচাইকরণ এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে।
আর সেই নির্দেশ পৌছে গিয়েছে সাধারণ মানুষের কাছেও। মনে করা হচ্ছে, এই প্রক্রিয়া দেশে রেশন প্রকল্পে স্বচ্ছতা আনবে এবং জালিয়াতির সম্ভাবনা কমাবে। পাশাপাশি, সরকারের তরফে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে রেশন কার্ডে ফ্রি রেশনের (Free Ration) সঙ্গে টাকা দেওয়ার ঘোষণাও হয়েছে।
আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে
রেশন কার্ডের সঙ্গে টাকা পাবেন!
রেশন কার্ডের নতুন প্রকল্পের আওতায় ঘোষণা করা হয়েছে যে, দেশের যোগ্য পরিবারগুলি প্রতি মাসে রেশন পাবে। সেক্ষেত্রে প্রতিটি পরিবার পাবে ৫ কেজি চাল ও ৫ কেজি গম। এর সাথে ১ কেজি করে ডাল ও ১ কেজি করে চিনিও পাবে। এছাড়া, প্রতি মাসে সেই পরিবারগুলি ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে খবর। সুবিধাভোগী দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে টাকা। স্বাভাবিক ভাবেই দরিদ্র পরিবারগুলি এর দ্বারা উপকৃত হবেন।
সুবিধা পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে?
ভারতবর্ষে রেশন কার্ডের দ্বারা সুবিধা পাওয়ার জন্য কিছু যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে।
- সুবিধা পাওয়ার জন্য ব্যক্তির পারিবারিক আয় দারিদ্র্যসীমার নিচে হতে হবে।
- সুবিধাভোগীর আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
- তিনি যখন আবেদন জানাবেন, তখন তাঁর আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবি সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- নতুন রেশন কার্ডের জন্য আবেদন জমা করা যাবে অনলাইন মারফত।
উপসংহার: দেশে দরিদ্র মানুষদের সুবিধা প্রদানের জন্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে দরিদ্র মানুষ রেশন দ্রব্যের সঙ্গে পাবেন নগদ অর্থ। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার রেশন ডিলার এর সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন