আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

কবে-কোন কোন জেলায় বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে

শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়  হাল্কা বৃষ্টি হতে পারে।

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৮ এপ্রিল পর্যন্ত  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ।

আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন