‘বুরকা সিটি’র নকল ‘লাপাতা লেডিস ? সিনেমার লেখক বিপ্লব গোস্বামীর থেকে সঠিক তথ্য জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশাল মিডিয়া খুললে এখন ট্রেন্ড করছে একটাই খবর ৷ ফ্রেঞ্চ-আরবিক শর্ট ফিল্ম ‘বুরকা সিটি’-র নকল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ (Laapataa Ladies accused of plagiarism from Burqa City) ৷ কিন্তু পুরনো এক সাক্ষাৎকারে ছবির গল্পের লেখক বিপ্লব গোস্বামীর (Biplab Goswami) হিসাব বলছে অন্য কথা ৷

‘লাপাতা লেডিস’ অস্কারের মতো প্রতিযোগিতার দৌড়ে সামিল ছিল ৷ পরে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায় আমির খান প্রযোজিত এই সিনেমা ৷ তবে ভারতেও জিতেছে একাধিক সেরার সেরা পুরস্কার ৷ অস্ট্রেলিয়ায় জিতেছে সেরা সিনেমার পুরস্কার ৷ ‘জাপানিজ অ্যাকাডেমি ফিল্ম প্রাইজ’-এ মনোনীত হয়েছে বিশ্বসেরা সিনেমার তালিকায় ৷ সেই ছবির বিরুদ্ধে উঠেছে গল্প চুরির অভিযোগ ৷ নেটিজেনদের মতে ছবির মূল ধারণা নেওয়া হয়েছে 2019 সালের শর্ট ফিল্ম ‘বুরকা সিটি’ থেকে ৷ সেই ছবির ছোট্ট ঝলক ভাইরাল নেটপাড়ায় ৷

সেই শর্ট ফিল্মে দেখানো হয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর এক ব্যক্তি বুরকা পড়া অন্য মহিলাকে স্ত্রী ভেবে ভুল করে বাড়ি নিয়ে আসেন ৷ এমনকী, ‘লাপাতা লেডিস’ ছবিতে থানার যে দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে রবি কিষাণকে মনোহর চরিত্রে দেখা যায়, সেই দৃশ্যও হুবহু মিলে যায় ‘বুরকা সিটি’র দৃশ্যের সঙ্গে ৷ আর এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷ এখনও পর্যন্ত আমির খান ও কিরণ রাও এই বিষয়ে মুখ খোলেননি ৷ হয়তো খুব শীঘ্রই জল্পনার অবসান করবেন ৷  2024 সালের 26 সেপ্টেম্বর তিনি একান্ত সাক্ষাৎকারে ‘লাপাতা লেডিস’ গল্পের জার্নির শুরু থেকে সিনেমা বানানো পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন ৷

আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে

1) সেই সাক্ষাৎকারে গল্পের লেখক তথা বাঙালি ছেলে বিপ্লব জানিয়েছিলেন 10 বছর আগে এই ছবির সারাংশ লিখে রেজিস্টার্ড করে রেখেছিলেন ৷ তাঁর কথায়, “বেশ কিছুটা সময় চিত্রনাট্য লেখার পর আমি সময় নিই ৷ বিভিন্ন রুরাল জায়গা ঘুরে দেখেছি মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত ৷ কী রকম তাঁদের পোশাক-আশাক বা ভাবের আদান প্রদান ৷ এই সিনেমার প্রয়োজনে আরও ঘুরে বেড়াই, রিসার্চ করি ৷”

অর্থাৎ 2024 সাল থেকে যদি 10 বছর পিছিয়ে যাওয়া হয় তাহলে ছবির গল্প তৈরি হয়েছে 2014 সালে ৷ হিসেব মতো কোনও গল্প ছবির জন্য লেখা হলে তা রেজিস্টার্ড করতে হয় ৷ এক্ষেত্রেও তাই করেছিলেন বিপ্লব ৷ প্রশ্ন হল, 2019 সালে মুক্তি পায় ‘বুরকা সিটি’ ৷ তাহলে ‘লাপাতা লেডিস’ কী করে ‘বুরকা সিটি’-র নকল হল ?

biplab goswami

বিপ্লব গোস্বামী 

 

2) বিপ্লব গোস্বামী সাক্ষাৎকারে জানিয়েছিলেন, স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতার কথা ৷ যেখান থেকেই আমির খানের নজরে আসেন তিনি ৷ তিনি বলেছিলেন, “প্রায় 5-6 বছর আগে গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটারস-নামে প্রতিযোগিতায় হিন্দি সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ ঘটনাটা ঘটে 2018 সালের শেষের দিকে ৷ আমি এই গল্পের আগের যে সারংশ ও কুড়ি-পঁচিশটা দৃশ্য তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে পাকাপাকি ভাবে বসি ৷ পুরো স্ক্রিপ্ট তৈরি করে জমা দিই ৷ সৌভাগ্যক্রমে প্রায় 4 হাজার স্ক্রিপ্টের মধ্যে এটা দ্বিতীয় হয় ৷ এই প্রতিযোগিতায় জুরি মেম্বার হিসাবে ছিলেন আমির খান, জুহি চতুর্বেদী, অঞ্জুম রাজাবলি ও রাজকুমার হিরানী ৷ প্রত্যেকের এই ছবির চিত্রনাট্য ভীষণ ভালোলাগে ৷”

অর্থাৎ 2018 সালেই ‘লাপাতা লেডিস’ ছবির গল্প বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছে ৷ ফলত, প্রশ্ন ওঠেই, 2018 সালে বিশ্বমঞ্চে যে গল্প পুরস্কৃত হয়েছে সেই গল্প 2019 সালে চুরি হয় কীভাবে ?

 

3) পাশাপাশি, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা কি কোনও অফিসিয়াল সাইট থেকে এসেছে ? ‘বুরকা সিটি’র পরিচালক ফেব্রিস ব্রেক এই বিষয়ে কোনও মন্তব্য করেছেন ? এই ছবিতে অভিনয় করেছেন ওমর মেবরুক, ছাদিয়া আমাজোদ, জালাল আলতাউইল ৷ যে সিনেমা অস্কার দৌড়ে গিয়েছে সেই সিনেমা সম্পর্কে এই সকল পরিচালক-অভিনেতারা অভিহিত ? তাঁদের তরফ থেকে কোনও বার্তা কি এসেছে ?

আসলে সিনেমার সমালোচনা করা, কাদা ছোড়াছুড়ি করা অনেক সহজ বিষয় ৷ বিশেষ করে সোশাল মিডিয়ার দৌলতে কোনটা ঠিক আর কোনটা ভুল তা নির্বাচন করা কঠিন ৷ এই বিতর্কের জেরে আমির খান-কিরণ রাও আগামীতে কী বলেন, সেই অপেক্ষায় সকলেই ৷

আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন