রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুসলিমরাও !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

RAM MANDIR

Bangla News Dunia, Pallab : মোথাবাড়ির অশান্তির পরে সম্প্রীতির বার্তা দিতে অনন্য নজির মুসলিম সম্প্রদায়ের। রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুসলিমরাও। একইসঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের জন্য করছেন জল সরবতের ব্যবস্থা। করাবেন মিষ্টি মুখ। আটকোশী মুসলিম কমিটির তরফ থেকে এ আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। আটকোশী মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন বলছেন, “আমাদের মালদহের মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনও সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না। এ বিষয়ে আমরা নিশ্চিত। আমাদের কমিটির তরফে প্রতি বছরই রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়। মিছিলরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এ বছরও আমরা করব।”

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

বৃহস্পতিবার সামগ্রিক রূপরেখা তৈরি করতে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছেন আটকোশী মুসলিম কমিটির সম্পাদক। তিনি বলছেন, “ওই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে। মিছিলে আমাদের তরফ থেকে জল, সরবত কী কী দেওয়া হবে সব ঠিক হবে। মিছিলে আমাদের তরফে পুষ্প বৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। মিষ্টি মুখ করানো যায় কিনা সেই চেষ্টাও থাকছে।”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন