Bangla News Dunia, Pallab : ওয়াকফ বিলের (Waqf bill) বিরোধিতায় মুখে কুলুপ এঁটে রইলেন রাহুল গান্ধি (Rahul Gandh)! এমনকি সংসদে দেখা পাওয়া গেল না গান্ধি পরিবারের আরেক সদস্য প্রিয়াংকা গান্ধির। এই দু’য়ের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ মুসলিম সংগঠন। যার মধ্যে উল্লেখযোগ্য কেরলের বৃহত্তম মুসলিম সংগঠন সমস্ত কেরালা জেম ইয়াথুল উলেমা।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
শনিবার সংসদে ওয়াকফ বিল নিয়ে সংসদে বিতর্ক শুরু হয়। কিন্তু বিতর্কের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন রাহুল গান্ধি। পাশাপাশি এমন এক গুরুত্বপূর্ণ দিনে সংসদে গরহাজির থাকলেন প্রিয়াংকা গান্ধিও (Priyanka Gandhi)। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) ওয়াকফ বিল নিয়ে সরকার পক্ষের বক্তব্য রাখছেন, সেখানে রাহুল গান্ধি চুপ থাকলেন? রাহুলের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
ইয়াথুল উলেমার মুখপাত্র বলেন, ‘যেভাবে ওয়াকফ নিয়ে আলোচনার সময় প্রিয়াংকা গান্ধি গরহাজির থাকলেন, রাহুল গান্ধিও একটা কথাও বললেন না। এটা গণতন্ত্রে কালো দাগের মতো।’
রাহুল তথা গান্ধি পরিবারের এহেন ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, গুজরাটের মতো রাজ্যে আগামীতে রয়েছে নির্বাচন। সেই নির্বাচনে মুসলিম ভোটের মতো হিন্দু ভোটও যথেষ্ট গুরুত্বপূর্ণ কংগ্রেসের (Congress) ক্ষেত্রে। তাই ওয়াকফ বিলের বিরোধিতা করে কার্যত নিজেদের ‘মুসলিমপন্থী’ বলে চিহ্নিত করতে চাননি রাহুল কিংবা গান্ধি পরিবারের কেউই। তবে রাহুলের মৌনতায় মুসলিম সংগঠনের ক্ষোভ বাড়লে তার প্রভাব পড়বে ভোটবাক্সে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।