সমব্যাথী প্রকল্পে ২০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এখনই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমব্যাথী প্রকল্প নিয়ে আসা হল নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে। রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার জন সাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্প গুলোর মাধ্যমে শিশু থেকে বয়স্ক এবং বিভিন্ন পেশার মানুষ জন আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে সমব্যাথী প্রকল্প নামক আরো একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছেন দারিদ্র্য সীমা নিচে থাকা পরিবার গুলো।

সমব্যাথী প্রকল্পে ২০০০ টাকা অনুদান

মুলত সমাজের পিছিয়ে পরা মানুষদের জন্যই এই সকল সরকারি প্রকল্প নিয়ে আসা হয়, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছি, সমব্যাথী প্রকল্প কি? কাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে? কিভাবে প্রকল্পের আবেদন করবেন? এই প্রকল্প থেকে আপনারা কি সুবিধা পাবেন? এই সকল তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন।

সমব্যথী প্রকল্প কি?

একজন ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য এবং শ্রাদ্ধ শান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন অনেক নিম্ন দরিদ্র পরিবার রয়েছে, যাদের পক্ষে পরিবারের মানুষ গত হওয়ার পরে সেই ব্যক্তির মৃতদেহ সৎকার এবং শ্রাদ্ধ শান্তির কাজ করার মতন আর্থিক সম্বল থাকে না। অনেক সময় দেখা যায় দিন আনা দিন খাওয়া এই পরিবার গুলো তাদের পরিবারের প্রিয় মানুষ গত হওয়ার পরে মৃত্যুর পরবর্তী কাজকর্ম মেটানোর জন্য অনেক সময় ভিক্ষা করতে বেরোয়।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

Government of West Bengal

এই সমস্ত মানুষদের কথা ভেবে তাদের একজন বন্ধুর মতন পাশে থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। এই সমস্ত দুস্থ পরিবার গুলোকে সমব্যথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করেন। এই প্রকল্পে আবেদন করতে পারবেন একমাত্র মৃত ব্যক্তির পরিবারের মানুষ জন।

পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রকল্প ২০২৫

যদি কোন ব্যক্তির নিজস্ব কোন পরিবার না থাকে তাহলে, সেই ব্যক্তির হয়ে কোন বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে ২ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার উপকৃত হয়েছে এবং আগামী দিনেও আরও অনেক পরিবারের সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সমব্যাথী স্কিমে আবেদনের যোগ্যতা

১) মৃতের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) মৃত ব্যক্তির পারলৌকিক কাজ পশ্চিমবঙ্গেই সম্পন্ন করতে হবে, তাহলে এই প্রকল্পে জন্য আবেদন করা যাবে।
৩) মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অবশ্যই বৈধ হতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।

৪) কোন ব্যক্তি এই রাজ্যে বসবাস করলেও রাজ্যের বাইরে অন্য কোন রাজ্যে মারা গেলে এবং সেখানে শেষ কৃত্য সম্পন্ন হলে সেক্ষেত্রে তিনি রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাবেন না।
৫) এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী দারিদ্র সীমার নিচে থাকা মানুষ।
৬) মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই দরিদ্র সীমা নিচে বসবাস করতে হবে অর্থাৎ আর্থিক অসহায় ব্যক্তিদের কেবল এই প্রকল্পে নাম নথিভুক্ত করণ করানো যাবে।

How to Apply on Somobyathi Scheme 2025

১) পঞ্চায়েত এলাকার বসবাসকারী ব্যক্তি কোন মারা গেলে তাদের নিকট আত্মীয় পঞ্চায়েতের অফিসের যোগাযোগ করতে পারেন।
২) পৌরসভায় বসবাসকারী কোন অসুবিধা মারা গেলে সে ক্ষেত্রে স্থানীয় মিউনিসিপালিটিতে যোগাযোগ করতে পারেন।
৩) সংশ্লিষ্ট শ্মশান বা কবর স্থানের মৃত্যু প্রমাণপত্র সহ জমা করলে আবেদন করলে টাকা পাওয়া যাবে।

সমব্যথী প্রকল্পে আবেদনের জন্য নথি

  • প্রার্থীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র
  • মৃত ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড
  • উপযুক্ত কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ডেথ সার্টিফিকেট
  • শ্মশান কিংবা কবর স্থানের ডকুমেন্ট

রাজ্য সরকারের এই সমব্যথী প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবার গুলি অনেকটাই উপকৃত হয়েছেন। প্রিয়জন গত হলে এক প্রকার মানসিকভাবে ভার সাম্য হারিয়ে ফেলেন পরিবারের অন্যান্য মানুষরা। এমন পরিস্থিতিতে আর্থিক অসহায়তা সেই মৃত ব্যক্তির পারলৌকিক ক্রিয়া না করতে পারার জন্য মানসিক কষ্ট দেয়। সমব্যথী প্রকল্পের মাধ্যমে একজন মৃত ব্যক্তির জন্য সৎকার এবং পরলৌকিক ক্রিয়া করার জন্য এই ২০০০ টাকা পেয়ে দারিদ্র্য সীমা নিচে থাকা পরিবার গুলো অনেকটাই নিশ্চিন্ত বোধ করেন।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন