সাময়িকভাবে ভারতীয়দের ভিসা বন্ধ করল সৌদি আরব ! নিষেধাজ্ঞার তালিকায় মোট ১৪টি দেশ

By Bangla News Dunia Dinesh

Published on:

job in dubai

Bangla News Dunia, Pallab : ভারত সহ মোট ১৪টি দেশের নাগরিকদের ভিসা (Visa) সাময়িকভাবে বন্ধ (Temporarily Banned) করল সৌদি আরব (Saudi Arabia)। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তানও। সৌদি আরবের তরফে জানানো হয়েছে, উমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার উপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুনের মাঝামাঝি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

জানা গিয়েছে, যথাযথ পদ্ধতিতে নাম নিবন্ধন না করিয়ে অবৈধভাবে হজে (Hajj) অংশ নেওয়ার চেষ্টা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এর আগে অনেক বিদেশি নাগরিকই উমরাহ ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করেছিলেন। এবং পরবর্তীতে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে হজে অংশগ্রহণের জন্য বেশি সময় কাটিয়েছিলেন। যার ফলে হজে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালে হজের সময়ও ঠিক এই বিশৃঙ্খলার ঘটনাতেই প্রাণ হারান ১২০০ হজযাত্রী। তাছাড়া সৌদি আরবে একটি কোটা ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে প্রতিটি দেশ থেকে আসা হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু হজে অবৈধভাবে অংশগ্রহণকারীরা এই ব্যবস্থাকে এড়িয়ে যান। তবে হজ ছাড়াও সৌদি আরবের এই পদক্ষেপের পেছনে আরেকটি কারণ হল অবৈধ কর্মসংস্থান। অভিযোগ, ব্যবসায়িক বা পারিবারিক ভিসা ব্যবহার করে অন্যান্য দেশের নাগরিকরা সৌদি আরবে এসে কাজ শুরু করেন। এতে ভিসার নিয়ম লঙ্ঘন হয় এবং শ্রমবাজারেও ব্যাঘাত ঘটে।

সৌদি আরবের এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডন, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, টিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোর উপর। তবে জানা গিয়েছে, উমরাহ ভিসা যাঁদের রয়েছে, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন