রেশন কার্ড গ্রাহকদের জন্য সরকারের বড় নির্দেশিকা। সমস্যায় পড়তে না হলে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এপ্রিল মাসে এসে এবারে রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য বড় নির্দেশ দিলো সরকার। আমরা সকলেই জানি যে এখন দেশের প্রায় ১০০ কোটির কাছাকাছি মানুষদের ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়া হচ্ছে এবং আগামী আর অনেক বছর অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত দেওয়া হবে এই জিনিস এমনটাই ঘোষণা অতীতে করেছিল সরকার।

রেশন কার্ড আধার কার্ড লিংক ২০২৫

কিন্তু দিনে দিনে দেখতে পাওয়া যাচ্ছে যে যাদের জন্য এই সুবিধা তারা বাদে অনেক চিটিংবাজ মানুষ আছে যারা কোন না কোন দুর্নীতির মাধ্যমে গরীব মানুষদের হকের জিনিস মারছেন! আর এই জন্য একাধিক নিয়ম লাগু করেছিল সরকার এবং জানানো হয়েছিলো যে যদি কেউ এই নিয়ম না মানে তাহলে তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফ্রি রেশন সামগ্রীর ভবিষ্যৎ কি?

আর এর মধ্যে সব থেকে বেশি হল যে, রেশন কার্ড আধার কার্ড লিংক করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো এবং অনেক মানুষ খাদ্য সামগ্রী পাওয়ার জন্য এই লিঙ্কের কাজ করে নিয়েছিলেন কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা এখন পর্যন্ত এই কাজ করেননি এবং তাদের কোন হুঁশই নেই এই কাজ করার জন্য! কিন্তু এই কাজ সকলকে করতেই হবে রেশন সামগ্রী পেতে বা কার্ড চালু রাখতে হলে।

রেশন কার্ড আধার লিঙ্কের দরকার কি?

মুলত ভুয়ো কার্ড খোঁজার জন্য এবং সেই সকল কার্ড গুলোকে ব্লক করার জন্য সরকারের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই তোয়াক্কা না করে এই কাজ এখন পর্যন্ত করেননি। কিন্তু বিগত ৩১ শে মার্চ ২০২৫ এই লিংক করার শেষ দিন ছিল আর তারপরেও দেখা যায় যে এমন লক্ষাধিক মানুষ আছেন তারা এই কাজ এখন করেননি।

তাই এবারে সরকারের তরফে এই সময় সীমা আবার বৃদ্ধি করা হয়েছে মুলত সেই সকল মানুষদের জন্য যাদের এই আপডেট করার ইচ্ছা থাকলেও তারা কোন না কোন কারণের জন্য এই কাজ সম্পন্ন করতে পারেননি এবং তাদের জন্য আগামী ৩০ শে জুন ২০২৫ পর্যন্ত এই সময় সীমা বৃদ্ধি করে দেওয়া হল। আর টাকা না খরচা করে রেশন ডিলারদের কাছে গিয়ে ফ্রিতে এই কাজ সম্পন্ন করা যাবে।

এবারে KYC না করলে কার্ড বাতিল?

এবারে সরকারের তরফে ৩০ শে জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে কিন্তু এবারেও যদি কেউ এই কাজ না করে তাহলে ১ লা জুলাই ২০২৫ থেকে তাদের নাম বাদ দেওয়া হবে এবং এই ফ্রি রেশন দেওয়া হবে না। তাই যেই সকল মানুষেরা এখন পর্যন্ত এই কাজ সম্পন্ন করেননি তারা এই সুযোগ কাজে লাগিয়ে তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করে নিন যাতে কোন সমস্যা না হয়।

আরও পড়ুন:- স্বামী, স্ত্রী এক সঙ্গে একাউন্ট খুললে মাসে ৯২৫০ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, জেনে নিন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন