মোদী সরকারের বড় সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ তিন কমান্ডার সহ ২৬ মাওবাদীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন কমপক্ষে ২৬ জন মাওবাদী (Maoists Surrender)। এদের মধ্যে তিনজন মাওবাদী কমান্ডারও রয়েছেন। এই তিনজনের মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ টাকা।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেন, ‘অমানবিক মাওবাদী মতাদর্শ, কঠোর জীবন এবং নিষিদ্ধ সংগঠনের মধ্যে অন্তর্দ্বন্দ্বের প্রতি মোহভঙ্গের কারণে সিআরপিএফ (CRPF) আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরছেন তাঁরা।’ তিনি আরও জানান, আত্মসমর্পণকারী মাওবাদীরা জনমিলিশিয়া, বিপ্লবী পার্টি কমিটি (RPC), ‘জনতানা সরকার’, দণ্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠন (DAKMS) এবং চেতনা নাট্যমণ্ডলী (CNM)-এর মতো সম্মুখ ইউনিটের সদস্য ছিলেন।

আত্মসমর্পণকারী তিন মাওবাদী কমান্ডারদের মধ্যে রাজেশ কাশ্যপ আমদই অঞ্চলের জনমিলিটিয়া কমান্ডার হিসেবে সক্রিয় ছিলেন। তাঁর মাথার দাম ছিল তিন লক্ষ টাকা। অন্যদিকে, জনতানা সরকার স্কোয়াডের প্রধান কোসা মাদভী এবং সিএনএম-এর নেতা ছোটু কুঞ্জামের উপর যথাক্রমে এক লক্ষ টাকা এবং ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, সিআরপিএফের ১১১তম, ১৯৫তম, ২৩০তম এবং ২৩১তম ব্যাটালিয়ন এবং স্থানীয় গোয়েন্দা ইউনিট এই মাওবাদীদের আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মূলত মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরাতে ২০২০ সালের জুন মাসে ‘লোন ভারাতু’ (স্থানীয় গোন্ডি উপভাষায় ব্যবহৃত একটি শব্দ যার অর্থ আপনার বাড়িতে/গ্রামে ফিরে যান) অভিযানে শুরু হয়েছিল ছত্তিশগড়ে। এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৯৫৩ জন মাওবাদী অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। প্রসঙ্গত, দেশ মাওবাদী মুক্ত করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় আধাসেনা। ইতিমধ্যেই এই অভিযানে ছত্তিশগড়,  মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রচুর মাওবাদীর। সেই সঙ্গে মাওবাদীদের আত্মসমর্পণের প্রবণতাও বাড়ছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন