Bangla News Dunia, Pallab : দেশের প্রতিটি নাগরিকদের জন্য ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশন জানিয়েছে এটির কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এটি শুরু হলে নির্বাচন প্রক্রিয়া আরো সহজ ও সুস্থভাবে হবে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কেন লিঙ্ক করা দরকার ?
আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ আধার কার্ড দেখাতে হয়। তাই যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্যই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে কী কী কারণ রয়েছে ?
১) এখন অনেকেই একাধিক ভোটার কার্ড ব্যবহার করে জাল ভোট দেয়। আধার কার্ডের সঙ্গে লিংক করা হলে সকলেরই একটিই ভোটার কার্ড থাকবে, যার ফলে জাল ভোটের পরিমাণ কমে যাবে।
২) আধার কার্ড একটি গুরুত্বপুর্ণ (Aadhar-Voter Card Linking) পরিচয়পত্র যা আমাদের সকলকে একটি অনন্য পরিচয়পত্র দিয়ে থাকে,যেটি প্রমাণ করে যে একজন ব্যক্তির পরিচয় সঠিক।
৩) এছাড়া যদি আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড না থাকলে চিন্তা নেই। যদি আপনার নাম ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি অন্যান্য পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারেন।
৪) ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে নির্বাচক কমিশনের কাছে আপডেটেড ও সঠিক তথ্য পাবে, যেটি নির্বাচন প্রক্রিয়াকে আরো উন্নত কিরে দেবে।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করলে কী হতে পারে ?
যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করা থাকলে আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয় ভোটার তালিকায়ও আপনার নাম থাকবেনা।













