ফের রান্নার গ্যাসের দাম বাড়াল , কত টাকা বাড়লো জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন অর্থনৈতিক ধাক্কা খেল দেশের সাধারণ মানুষ। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার পিছু ৫০ টাকা বেশি গুনতে হবে এবার থেকে। এই দামবৃদ্ধি কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রেও, যাঁরা এতদিন অপেক্ষাকৃত কম দামে সিলিন্ডার পেতেন।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

এখন থেকে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত পরিবারগুলিকে সিলিন্ডার প্রতি ৫৫০ টাকা করে দিতে হবে, যেখানে আগে সেই দাম ছিল ৫০০ টাকা। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও বেড়েছে ব্যয়—সিলিন্ডার প্রতি তাঁদের ৮৫৩ টাকা দিতে হবে, যা আগে ছিল ৮০৩ টাকা।

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, নিয়মিত মূল্য পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়।

এছাড়াও পেট্রল ও ডিজেলের উপর শুল্কও ২ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বর্তমানে পেট্রলের উপর শুল্ক দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন