হৃদযন্ত্রের সমস্যার প্রধান প্রধান উপসর্গ কি ? জানুন সঠিক তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

heart-attack

Bangla News Dunia, Pallab : বুকের ব্যথা : হার্ট অ্যাটাক নাকি গ্যাস্ট্রিক ? জেনে নিন পার্থক্য

বুকের ব্যথা হলে আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই—এটা কি হার্ট  না গ্যাস্ট্রিকের ব্যথা? ‍দুটো অনেকটা একইরকম লাগলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা জানা থাকলে আপনি নিজের ও প্রিয়জনের জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

🔴 হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের ব্যথা 👇

📌 অবস্থান: বুকের মাঝখানে বা বাঁ পাশে, ব্যথা ছড়াতে পারে বাঁ হাত, গলা, চোয়াল বা পিঠে।
📌 ধরন: চাপ লাগা, ভারি লাগা, চেপে ধরা বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।
📌 উদ্দীপক: পরিশ্রম, মানসিক চাপ, খাওয়ার পর (অ্যাঞ্জাইনা); হার্ট অ্যাটাক হঠাৎ শুরু হয়।
📌 স্থায়িত্ব: কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় বা আসা-যাওয়া করতে পারে।
📌 উপশম: বিশ্রাম বা “ক্যাটিগাস মাদারে” উপশম হতে পারে।
📌 উপসর্গ: ঘাম, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, মৃত্যুভয়।

⚠ গুরুত্বপূর্ণ:
যদি বুকের ব্যথা বাঁ হাতে ছড়ায়, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ঘাম হয়—তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান। সময় নষ্ট করলে বিপদ বাড়তে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন