বাজারে আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট ! আগের নোট বাতিল হবে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় রিজার্ভ ব্যাংক আবারও দেশের মানুষের জন্য এক বড়সড় ঘোষণা সামনে নিয়ে আসলো। আর এই ঘোষণাটি মূলত ৫০০ টাকা এবং ১০ টাকার নোট (New Currency Note) ব্যবহারকারীদের জন্য। আরবিআই জানিয়েছে, শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন সিরিজের ১০ টাকা এবং ৫০০ টাকার নোট। তবে এই পরিবর্তনে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পুরনো নোট যেমন চলছে, তেমনই বৈধ থাকবে। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

কী বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক?

রিজার্ভ ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মহাত্মা গান্ধী সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোট বাজারে নিয়ে আসছে। আর এই নোটগুলি মূলত বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরে মুদ্রিত থাকবে। তবে হ্যাঁ, সব থেকে আশ্চর্যের বিষয় এই যে, নোটের ডিজাইন, রং বা নিরাপত্তার বৈশিষ্ট্যে কোনো রকম পরিবর্তন করা হবে না। অর্থাৎ, শুধুমাত্র গভর্নরের সই ছাড়া আর কিছুই চেঞ্জ হবে না।

পুরনো নোটের কী হবে?

রিজার্ভ ব্যাংকের এই ঘোষনার পর এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি পুরনো ১০ টাকা বা ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে? কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো সমস্ত ১০ টাকা বা ৫০০ টাকার নোট আগের মতই বৈধ থাকবে এবং এই নোটগুলি দিয়ে লেনদেন করা যাবে। বাতিলের কোনরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন