অভিভাবকের অনুমতি নিয়ে লাইভ ! অনূর্ধ্ব ষোলো ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আর কী পদক্ষেপ মেটার ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : কিশোর-কিশোরীদের নিরাপত্তার স্বার্থে ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল মেটা। মঙ্গলবার মেটার (Meta) তরফে জানানো হয়েছে, ১৬ বছরের কম বয়সিরা বাবা-মার সম্মতি ছাড়া ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবে না। যেমন লাইভস্ট্রিম বা নুড কন্টেন্টের দেখার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

মেটা ইনস্টাগ্রামে তাদের ‘টিন অ্যাকাউন্টস’ প্রোগ্রামটি চালু করেছে সেপ্টেম্বরে। যাতে অভিভাবকরা তাঁদের সন্তানদের অনলাইন কার্যকলাপ তদারকি করার জন্য আরও কিছু সুবিধেজনক বিকল্প পেতে পারেন। পরিবর্তনগুলি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র (US), ব্রিটেন (Britain), কানাডা (Canada) এবং অস্ট্রেলিয়ায় (Australia) ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী পৌঁছে যাবে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সিদের অভিভাবকদের অনুমতি ছাড়া ইনস্ট্রাগ্রামের লাইভ অপশন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মেটা একটি ব্লগ পোস্টে জানিয়েছে, যেসব নগ্ন ছবিগুলি ঝাপসা করা থাকে, সেই ফিচার বন্ধ করার জন্যও অভিভাবকদের অনুমতির প্রয়োজন হবে। ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য ফেসবুক এবং মেসেঞ্জারের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থাও আরও প্রসারিত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন