এবার থেকে সপ্তাহে 5 দিন ব্যাঙ্ক খোলা, জানুন কবে থেকে চালু হচ্ছে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর খানেক ধরেই সপ্তাহে পাঁচ দিন কাজ করার দাবি জানিয়ে আসছেন ব্যাঙ্ক কর্মীরা। এই দাবিতে তারা ধর্মঘটের ডাকও দিয়েছেন। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনও (আইবিএ) ব্যাঙ্ককর্মীদের এই দাবিকে সমর্থন করে। কিন্তু, এখন জানা যাচ্ছে যে, এই আর্থিক বছরে এই চাহিদা পূরণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইঙ্গিত দিয়েছে যে, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রস্তাব 2025-26 সালে বাস্তবায়িত হবে না। কারণ, এটি ব্যাঙ্কিং কার্যক্রমকে ব্যাহত করতে পারে। বর্তমানে প্রতি রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় এবং শেষ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে । তবে প্রতি শনিবার ছুটি থাকা উচিত বলে দাবি করছেন ব্যাঙ্ককর্মীরা।

বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে আলোচনা চলছে। তবে পাঁচ দিনের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার নিয়মটি এই বছর কার্যকর হওয়ার সম্ভাবনা কম। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ব্যবহার বাড়লেও অনেক গ্রাহক এখনও তাদের ব্যাঙ্কিং প্রয়োজনে শনিবার ব্যাঙ্কে যান।

ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রসঙ্গে 2023 সালের ডিসেম্বরে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার চুক্তিতে 2-দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদন সাপেক্ষ। এই চুক্তির পরবর্তিতে, 8 মার্চ, 2024-এ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলি একত্রিত হয়ে যে প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল, সেটিতে শনিবার ও রবিবার ছুটি-সহ সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার কথা উল্লেখ করা হয়। যদিও বিষয়টি এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের বিচারাধীন ৷

এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় জানান, এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা করা হয়নি। সরকার এবং কর্মচারী ইউনিয়নের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে । তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন:- সিমেন্টের দাম বাড়বে, কবে থেকে কত বাড়বে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন