Bangla News Dunia, Pallab : দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ‘শুল্ক যুদ্ধ’ শুরু করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতীয় এবং চিনা পণ্যের ওপর চাপিয়েছেন অতিরিক্ত শুল্ক। এসবের প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
ট্রাম্পের কড়া শুল্কনীতির মোকাবিলায় ভারত ও চিনের আরও কাছাকাছি আসা উচিত। হাতে হাত মিলিয়ে একে অপরের পাশে দাঁড়ানো উচিত দুই দেশের। এমনই মনে করছেন ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। তাঁর কথায়, ‘সমস্যা কাটিয়ে ওঠার জন্য দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের (ভারত এবং চিন) উচিত একে অপরের পাশে দাঁড়ানো।’ একই সঙ্গে ইউ জিংয়ের দাবি, চিনের অর্থনীতি এমন একটি ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা বিশ্ববাণিজ্যে স্থিতিশীল বৃদ্ধিকেও সুনিশ্চিত করে।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জানায়, তারা কিছু চিনা পণ্যের উপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক চাপাচ্ছে। সব মিলিয়ে চিনা পণ্যে বসছে ১০৪ শতাংশ শুল্ক। যা কার্যকর হবে বুধবার থেকে। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বেড়েছে। চিনও পালটা হুঁশিয়ারি দিয়েছে। সেই আবহেই ইউ জিংয়ের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। ট্রাম্পের শুল্কনীতির মোকাবিলায় চিন যে ভারতকে পাশে চাইছে, তা চিনা দূতাবাসের মুখপাত্রের কথাতেই স্পষ্ট। যদিও এবিষয়ে ভারতের তরফে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন