Bangla News Dunia, Pallab : ঠিকানা বদল করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI New Office)। এবার থেকে কোনও অভিযুক্তকে জিজ্ঞাসবাদের জন্য যেতে হবে না নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল থেকে সিবিআই দপ্তরের নতুন ঠিকানা নিউটাউনের এনবিসিসি স্কোয়ার। জানা গেছে, ১৪ তলা ওই বহুতলের ৪টি তলেই হচ্ছে নতুন সিবিআই অফিস।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
এখনও পর্যন্ত সিবিআই-এর কলকাতাতে (Kolkata) দুটি জায়গায় অফিস রয়েছে। একটি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ নিজাম প্যালেস। আর একটি অফিস ছিল সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। দুই জায়গায় অফিস থাকায় অনেক সময় কাজের ক্ষেত্রে সিবিআই-এর সমস্যা হত। ২০২৪ সাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুটি অফিসকে এক জায়গায় আনার জন্য পরিকল্পনা করছিল। সেইমতো শুরু হয়েছিল অফিস খোঁজার কাজ। অবশেষে অফিসের জন্য জায়গা মিলতেই শুরু হল ঠিকানা বদলের কাজ।
জানা গেছে, নতুন অফিসে এক ছাতার তলায় আসতে চলেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাংক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB ), ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ (EOB)। বর্তমানে সিবিআই অফিসার থেকে সব স্তরের কর্মীরা ব্যস্ত নতুন অফিস সাজাতে। সিবিআই আধিকারিকেরা জানিয়েছে্ন, সব দপ্তর এক জায়গায় নিয়ে আসায় সুবিধে হবে। পাশাপাশি নতুন অফিসে সবরকম সুযোগ সুবিধাও থাকছে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন